Tumi Chokh Mele Takale | Music Video | Oyshee | Imran <br /> <br />Tumi Chokh Mele Takale by Oyshee & Imran, from the album, Oyshee Express, has been produced by Laser Vision and available exclusively on Bongo. <br /> <br />তুমি চোখ মেলে তাকালে <br />পৃথিবীর ঘুম ভেঙ্গে যায় <br />তুমি হাত দুটি বাড়ালে <br />সুর্যটা আলো ছড়ায় <br />তুমি আমার কাছে এলে <br />কি যেনো কি হয়ে যায় <br />ভালোবাসার অনুভবে <br />মনটা আমার হারায়। <br /> <br />তুলেছো এ হদয়ে কি যে অনুরণ <br />অচেনা এক স্বপনে ভাসি সারাক্ষণ (২বার) <br />ডুবে ছিলাম দূর আঁধারে <br />নিয়ে এলে যে আলোতে <br />এত সুখ এ জীবনে <br />ছিলো না তো জানায়। <br /> <br />জড়ালে কি মায়াতে অবুঝ ভাবনায় <br />ভুলতে যে পারিনা মনে পড়ে হায় (২বার) <br />ডুবে ছিলাম দূর আঁধারে <br />নিয়ে এলে যে আলোতে <br />এত সুখ এ জীবনে <br />ছিলো না তো জানায়। <br /> <br />গান : তুমি চোখে মেলে তাকালে <br />কথা : রবিউল ইসলাম জীবন <br />সুর ও সংগীত : ইমরান <br />কণ্ঠ : ইমরান ও ঐশী <br />১১/০৩/২০১৪ <br /> <br />Tumi Chokh Mele Takale | Music Video | Oyshee | Imran <br /> <br />Tumi Chokh Mele Takale by Oyshee & Imran, from the album, Oyshee Express, has been produced by Laser Vision and available exclusively on Bongo.
